Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

শেরপুরের তিন রাজাকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:০৮, ২৪ এপ্রিল ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

শেরপুরের তিন রাজাকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ঢাকা : মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় শেরপুর জেলার নকলা উপজেলার তিন রাজাকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

তদন্তের স্বার্থে আনা এক আবেদনের শুনানি শেষে ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে দুই সদস্যের বিচারিক প্যানেল আজ এ আদেশ দেয়। সেই সঙ্গে মামলা তদন্ত সংক্রান্ত প্রতিবেদন দাখিল করার জন্য আগামী ২২ মে পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।

মামলায় যাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে তারা হলেন- আকরাম হোসেন, মোখলেসুর রহমান তারা ও এমদাদুল হক ওরফে খাজা। আবেদনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন।

প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন সাংবাদিকদের জানান, তদন্তের স্বার্থে তিন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশনা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করা হয়। ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে আদেশ দেয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer