Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুয়েট শিক্ষার্থীকে বহিস্কার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:০১, ১৭ মার্চ ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুয়েট শিক্ষার্থীকে বহিস্কার

খুলনা : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ’১৩ ব্যাচের ছাত্র এম এম ফিরোজ আহমেদ-কে বিশ্ববিদ্যালয় থেকে ৬ মাসের জন্য সাময়িক বহিস্কার করা হয়েছে।

কুয়েটের জন সংযোগ বিভাগের কর্মকর্তা মনোজ কুমার মজুমদার জানান, বহিস্কৃত ছাত্র এম এম ফিরোজ আহমেদ ৩য় বর্ষ ১ম টার্মের রেজিস্ট্রেশন কার্ডে হল প্রভোষ্টের স্বাক্ষর জালিয়াতি, ৩য় বর্ষ ২য় টার্মের রেজিস্ট্রেশন কার্ডে প্রভোষ্ট ও এ্যাডভাইজারের স্বাক্ষর জালিয়াতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোষ্ট ও সহকারী প্রভোষ্টের সাথে ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ, ভয়ভীতি প্রদর্শন প্রাথমিক তদন্তে প্রমাণিত হওয়ায় এবং হল থেকে ৬ মাসের জন্য বহিস্কার করার পরও অবৈধভাবে হলে অবস্থান করায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা বিধির ৫(খ)(২) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয় থেকে ৬ মাসের জন্য সাময়িক বহিস্কার করা হয়েছে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer