Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

শুরু হচ্ছে ষষ্ঠ কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:২৮, ২৩ ডিসেম্বর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

শুরু হচ্ছে ষষ্ঠ কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব

ঢাকা : আগামী ২৪ ডিসেম্বর থেকে শুরু হবে ষষ্ঠ কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব ৷ চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত৷

এবছর উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে ডবল ফেলুদা৷ ফেলুদার ৫০ বছর উপলক্ষে এই ট্রিবিউট৷ ছবিটি পরিচালনা করেছেন সন্দীপ রায়৷ সত্যজিৎ রায়ের বিখ্যাত দুটি গল্প গোলকধাম রহস্য এবং সমাদ্দারের চাবি নিয়ে তৈরি হয়েছে ছবিটি৷ এবছর ৩৩টি শহর থেকে মোট ২০০টি ছোটদের ছবি দেখানো হবে৷

ছবি প্রদর্শিত হওয়ার পাশাপাশি গগণেন্দ্র প্রদর্শনশালায় একটি আর্ট এক্সিবিশন হবে৷ বিষয়-দা ম্যাজিকাল ওয়ার্ল্ড অব সায়েন্স ফিকশন ফিল্মস৷ উদ্বোধনের দিন ফেলুদা ৫০, কল্পবিজ্ঞানের সিনেমা: জাদুর দুনিয়া ম্যাগাজিনও লঞ্চ হবে৷

এছাড়া প্রতিদিন বিকেলে মুক্তমঞ্চে ছোটদের ছবি নিয়ে থাকছে আড্ডাও৷ থাকছে কুইজ প্রতিযোগিতাও৷ উত্সবের উদ্বোধনের দিন উপস্থিত থাকবেন অমিত মিত্র, ইন্দ্রনীল সেন, শশী পাঁজা, অর্পিতা ঘোষ, সন্দীপ রায় এবং গৌতম ঘোষ৷

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer