Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

শুভেচ্ছা সফর শেষে চীনা নৌবাহিনীর যুদ্ধজাহাজের চট্টগ্রাম ত্যাগ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:১৩, ২৬ মে ২০১৭

আপডেট: ২১:১৬, ২৬ মে ২০১৭

প্রিন্ট:

শুভেচ্ছা সফর শেষে চীনা নৌবাহিনীর যুদ্ধজাহাজের চট্টগ্রাম ত্যাগ

ছবি : আইএসপিআর

ঢাকা : চার দিনের শুভেচ্ছা সফর শেষে চীনা নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ আজ শুক্রবার চট্টগ্রাম বন্দর জেটি ত্যাগ করেছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ সফরকারী চীনা নৌবাহিনীর জাহাজ তিনটি চট্টগ্রাম ত্যাগকালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এস এম মনিরুজ্জামান তাদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।

আইএসপিআর জানায়, বাংলাদেশে অবস্থানকালে জাহাজ তিনটির উধ্বত্মন কর্মকর্তা ডেপুটি কমান্ডার অব দ্যা ই ফ্লীট, রিয়ার এডমিরাল শিন হাউ সহ স্ব-স্ব জাহাজের অধিনায়কগণ নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ এবং চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল এম আবু আশরাফ ও চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানসহ চট্টগ্রামস্থ নৌ প্রশাসনিক কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এছাড়া বাংলদেশ সফরকালে জাহাজ তিনটির কর্মকর্তা ও নাবিকগণ বাংলাদেশ নেভাল একাডেমি, স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার এন্ড ট্যাকটিস (এসএমডব্লিউটি), বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটি, বানৌজা প্রত্যয়, বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত বিশেষায়িত স্কুল-আশার আলো এবং চট্টগ্রামের ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন করেন।

চীনা নৌবাহিনীর এ সফরের মাধ্যমে উভয় দেশের নৌবাহিনীর মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer