Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

শুধু শাড়িই নয়, আমার স্যান্ডেলও পাটের তৈরি : প্রধানমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৫, ৬ মার্চ ২০১৮

আপডেট: ২১:২৬, ৬ মার্চ ২০১৮

প্রিন্ট:

শুধু শাড়িই নয়, আমার স্যান্ডেলও পাটের তৈরি : প্রধানমন্ত্রী

ছবি : ফাইল ছবি

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাট শিল্পকে ধ্বংস করে দিয়েছিল বিএনপি। আওয়ামী লীগের বিরোধিতা সত্ত্বেও পাটকল বন্ধের শর্তে বিশ্বব্যাংকের কাছে থেকে অর্থ নিয়েছিল জোট সরকার।

মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় পাট দিবসের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

‘সোনালি আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ’- এই প্রতিপাদ্যে প্রথমবারের মতো জাতীয় পাট দিবস উদযাপন করছে সরকার।

তিনি বলেন, আমার পরনের শাড়িটাও পাটের তৈরি। শুধু শাড়িই নয়, আমার পায়ের স্যান্ডেল জোড়াও পাটের তৈরি। তিনি এই দিবসে সবাইকে পাটের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।  এ সময় তিনি উনার হাতে থাকা পাটের তৈরি ব্যানেটি ব্যাগটা উঁচু করে সবাইকে দেখান। তিনি বলেন, এটা কোনো বিদেশি কোম্পানি তৈরি ব্যাগ নয়। 

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার ক্ষমতায় এসে দেশের পাটকলগুলো ক্রমান্বয়ে বন্ধ করে দেয়। ৯৬ সালে আমরা যখন ক্ষমতায় এলাম বন্ধ পাটকলগুলো খুলে দিতে শুরু করলাম। এরপর ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে আদমজী জুট মিল বন্ধ করে দিলো। যেখানে ২৫ হাজার শ্রমিক কর্মরত ছিলেন।

তিনি আরো বলেন, স্বাধীনতার পরপরই সব বন্ধ কলকারখানা খুলে দিয়ে তা জাতীয়করণ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যুদ্ধবিধ্বস্ত দেশটাকে যখনই জাতির পিতা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ঠিক তখনই তাকে হত্যা করা হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer