Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

শুধু পরিচয়পত্রধারীদের জন্য ঢাবি উন্মুক্ত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৫, ২০ জানুয়ারি ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

শুধু পরিচয়পত্রধারীদের জন্য ঢাবি উন্মুক্ত

ছবি : ফাইল ছবি

ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজকে ঢাবির কোনো পরিচয়পত্র দেয়া হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু পরিচয়পত্রধারীদের জন্য উন্মুক্ত থাকবে।

শনিবার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এমন তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়,অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত নিজ নিজ কলেজের শিক্ষার্থী। তাদের পাঠদান ও পরীক্ষা কার্যক্রম নিজ নিজ কলেজ ক্যাম্পাসে পরিচালিত হবে। তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো পরিচয়পত্র দেয়া হবে না। তারা আগের মতো নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরিচয়পত্র গ্রহণ করবে।

এছাড়া তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন, লাইব্রেরি এবং পরিবহনসেবাও ব্যবহার করার সুযোগ পাবে না।তাদের সব কার্যক্রম নিজ নিজ প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে।

জানা যায়, পূর্বপ্রস্তুতি ছাড়া হঠাৎ করে ঢাকার ৭টি সরকারি কলেজকে অধিভুক্ত প্রতিষ্ঠান হিসেবে গ্রহণের ফলে নানা অসুবিধার সৃষ্টি হয়েছে। তবে প্রয়োজনীয় লোকবল থাকলে এ অসুবিধা কাটিয়ে ওঠা সম্ভব বলে জানানো হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer