Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

শুদ্ধভাবে বাংলা ভাষার চর্চা করুন : ইনু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৪, ২০ জানুয়ারি ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

শুদ্ধভাবে বাংলা ভাষার চর্চা করুন : ইনু

ঢাকা : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু শুদ্ধভাবে বাংলা ভাষার চর্চার ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের মতো বাংলার সাথে বিদেশী ভাষার অযাচিত মিশ্রণ ‘বাংলিশ’ও বাংলার শত্রু। বিদেশী ভাষা শিখুন, কিন্তু শুদ্ধভাবে বাংলাচর্চায় যত্নবান থাকুন।’

হাসানুল হক ইনু আজ শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ‘ইন্টরন্যাশনাল এডুকেশন এক্সপো ২০১৮’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। ক্যাম্ব্রিয়ান ইউনিভার্সিটি এ এক্সপো’র আয়োজন করেছে।

ক্যাম্ব্রিয়ান ইউনিভার্সিটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান লায়ন এম এ বাশার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

তথ্যমন্ত্রী বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানকারি বাঙালিদের উদ্দেশে বলেন, ‘আপনারা যেখানেই থাকুন, বাঙালিয়ানা চর্চা করুন, নিজস্ব সত্ত্বা ধারণ করে গর্বিত ও আলোকিত মানুষ হোন।’ তিনি বলেন, ‘চার হাজার বছরের বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য আমাদের গর্বিত বাঙালির পরিচয়। একে ধারণ করে বিশ্বের বুকে মাথা উঁচু করে চলার মধ্যেই জীবন ও শিক্ষার মাহাত্ম্য নিহিত।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer