Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

শুক্রবার পদ্মা সেতুতে আরেকটি স্প্যান উঠছে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪৪, ১৮ জানুয়ারি ২০১৮

আপডেট: ১০:৪৫, ১৮ জানুয়ারি ২০১৮

প্রিন্ট:

শুক্রবার পদ্মা সেতুতে আরেকটি স্প্যান উঠছে

ছবি : ফাইল ছবি

ঢাকা : পদ্মা সেতুতে আরেকটি স্টিলের অবকাঠামো (স্প্যান) উঠছে শুক্রবার। ৩৮ ও ৩৯ নম্বর পিলারের ওপর এই স্প্যানটি বসবে। প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য ১৫০ মিটার। এমন ৪১টি স্প্যান জোড়া দিয়েই সেতুটি তৈরি হবে।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর পিলারের মধ্যে পদ্মা সেতুর প্রথম স্প্যান বসানো হয়। এর প্রায় চার মাস পর আরেকটি স্প্যান বসতে যাচ্ছে। সেতু বিভাগের কর্মকর্তারা জানান, ইতিমধ্যে দ্বিতীয় স্প্যান বসানোর কাজ শুরু হয়েছে। শুক্রবার তা পিলারের ওপর বসানোর পরিকল্পনা রয়েছে। স্টিলের স্প্যানটির ওজন প্রায় ২ হাজার ৮০০ টন। এটি শক্তিশালী ক্রেন দিয়ে মাওয়া প্রান্ত থেকে নিয়ে জাজিরা প্রান্তের পিলারে বসানো হবে। আগের স্প্যানটিও জাজিরা প্রান্তে বসানো হয়।

কুয়াশার কারণে স্প্যান বসানোর কাজে কিছুটা ব্যাঘাত হয়েছে। 

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer