Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

শুক্রবার ড. ওয়াজেদ মিয়ার জন্মদিন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৭, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

শুক্রবার ড. ওয়াজেদ মিয়ার জন্মদিন

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ৭৭তম জন্মদিন শুক্রবার।

১৯৪২ সালের এই দিনে জন্মগ্রহণ তিনি। দিবসটি পালন উপলক্ষে তাঁর জন্মস্থান রংপুরের পীরগঞ্জে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এর মধ্যে রংপুর মহানগরী এবং তাঁর জন্মস্থান পীরগঞ্জ উপজেলার লালদীঘি ফতেহপুর গ্রামে ড. ওয়াজেদ স্মৃতি সংসদ (ডিডাব্লিউএসএস), উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনগুলো স্মৃতিচারণা, ফাতিহা পাঠ, কবর জিয়ারত, মিলাদ মাহফিল ও গরিবদের মধ্যে খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। আজ সকালে তাঁর কবরে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জামাতা ড. এম এ ওয়াজেদ মিয়া বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন। ২০০৯ সালের ৯ মে ইন্তেকাল করেন তিনি। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী পীরগঞ্জ উপজেলার ফতেহপুর গ্রামে মা-বাবার কবরের পাশে তাঁর লাশ দাফন করা হয়। সূত্র : বাসস।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer