Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

শীতের পিঠা দুধ চিতই

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০০:১০, ২৪ ডিসেম্বর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

শীতের পিঠা দুধ চিতই

ঢাকা :পিঠা বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। ভিন্ন ভিন্ন ঋতুতে ভিন্ন ভিন্ন পিঠার সম্ভার। শীতে পিঠা খেতে ভালোবাসেন না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। এই শীতে সকাল সকাল দুধ চিতই বানিয়ে নিতে পারেন সহজেই।

উপকরণ:
- টাটকা চালের গুঁড়া ২ কাপ
- চিনি আধা কাপ
- লবণ স্বাদ মতো
- এলাচ ২টি
- তেজপাতা ১টি
- নারিকেল অথবা বাদামকুচি ২ টেবিল-চামচ
- পানি ১ কাপ
- ১ লিটার দুধ।

পদ্ধতি:
- চালের গুঁড়ার সঙ্গে লবণ মিশিয়ে পানি দিয়ে গোলা তৈরি করে নিন। খেয়াল রাখবেন গোলা যেন ঘন বা পাতলা না হয়। গোলা ঠিক মতো না হলে পিঠায় ছিদ্র হয় না।

- সুবিধা মতো পাত্রে গোল আকারে চিতই বানিয়ে নিন।

- এবার ১ লিটার দুধে এলাচ, তেজপাতা আর চিনি দিয়ে জ্বাল দিতে থাকুন।

- দুধ আধা লিটার হলে পিঠাগুলো এর মধ্যে ছেড়ে দিন। তারপর জ্বাল কমিয়ে দিন।

- আস্তে আস্তে পিঠায় দুধ ঢুকে নরম হয়ে ফুলে ফুলে উঠবে। এখন জ্বাল বন্ধ করে দিন।

- কয়েক ঘণ্টা রেখে দিন। পরিবেশনের আগে উপরে নারিকেল বা বাদাম ছড়িয়ে পরিবেশন করুন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer