Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

শিল্পী-গবেষক খালিদ হোসেন হাসপাতালে ভর্তি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:১৫, ৭ জুলাই ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

শিল্পী-গবেষক খালিদ হোসেন হাসপাতালে ভর্তি

ঢাকা : নজরুল সংগীতশিল্পী ও নজরুল গবেষক খালিদ হোসেন গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন।

তাঁর বোন মাহমুদা হোসেন জানান, সোমবার দুপুরে জ্বর ও বুকে ব্যথা বেড়ে গেলে তাঁকে হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। এখনো তাঁর অবস্থার কোনো উন্নতি হয়নি।

মাহমুদা হোসেন জানান, বেশ কয়েক বছর আগে তাঁর ভাইয়ের ওপেন হার্ট সার্জারি হয়েছিল। এরপর প্রায়ই তিনি অসুস্থতায় ভুগতেন। একাধিকবার হাসপাতালেও ভর্তি হতে হয়েছে তাঁকে।

১৯৪০ সালের ৪ ডিসেম্বর কলকাতায় জন্ম খালিদ হোসেনের। পাঁচ দশক ধরে বাংলাদেশে নজরুলগীতির শিক্ষক, গবেষক ও শুদ্ধ স্বরলিপি প্রণয়নে কাজ করে যাচ্ছেন তিনি।

এ পর্যন্ত খালিদ হোসেনের ছয়টি নজরুলসংগীতের অ্যালবাম প্রকাশিত হয়েছে। তাঁর একমাত্র আধুনিক গানের অ্যালবাম ‘চম্পা নদীর তীরে’। এ ছাড়া তাঁর ১২টি ইসলামী গানের অ্যালবামও রয়েছে। নজরুলসংগীতে অনবদ্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি একুশে পদক পেয়েছেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer