Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

শিগগিরই ৬ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে : গণশিক্ষা মন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০৬, ১৫ জানুয়ারি ২০১৮

আপডেট: ১৩:০৭, ১৫ জানুয়ারি ২০১৮

প্রিন্ট:

শিগগিরই ৬ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে : গণশিক্ষা মন্ত্রী

ফাইল ছবি

ঢাকা : দেশের চর ও হাওর অঞ্চলের বিদ্যালয়বিহীন গ্রামে আরো এক হাজার প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান। এবং এসব  প্রতিষ্ঠিত বিদ্যালয়ে এক হাজার ৫শ’ স্কুলের জন্য শিগগিরই ৬ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে।
 
সরকারি দলের সদস্য সামসুল হক চৌধুরীর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বলেন, দেশে এখন বিদ্যালয়হীন গ্রাম আর নেই। মাত্র চারটি বাকি রয়েছে।
 
তিনি বলেন, এছাড়া চর ও হাওর অঞ্চলে কিছু গ্রাম রয়েছে যেখানে বিদ্যালয় নেই। এজন্য আরো এক হাজার স্কুল করার চাহিদা দিয়ে প্রকল্প হাতে নেয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় চর ও হাওর অঞ্চলে বিদ্যালয় স্থাপন করা হবে।
 
রবিবার সরকারি দলের সদস্য আব্দুর রহমান বদির অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিদ্যালয়হীন গ্রামে প্রতিষ্ঠিত এক হাজার ৫শ’ স্কুলের জন্য শিগগিরই ৬ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে। ইতোমধ্যে শিক্ষক নিয়োগ দেয়ার ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer