Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

‘শিক্ষণপদ্ধতিতে মানের উৎকর্ষে গুরুত্বপূর্ণ হাতিয়ার সামাজিক পুঁজি’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৪:৫৮, ২২ নভেম্বর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

‘শিক্ষণপদ্ধতিতে মানের উৎকর্ষে গুরুত্বপূর্ণ হাতিয়ার সামাজিক পুঁজি’

ঢাকা : গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের (জিইউবি) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. গোলাম সামদানি বলেছেন, প্রান্তিক শিক্ষণপদ্ধতিতে শিক্ষণের গুণগত মানের উৎকর্ষের জন্যে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার সামাজিক পুঁজি।

ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশে (আইইউবি) গতকাল আয়োজিত ‘দ্য রোল অব সোসাল ক্যাপিটাল (গ্রাউন্ড রুলস) ইন ক্রিয়েটিং অ্যান ইন্যাবলিং লার্নিং এনভারনমেন্ট’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

সেমিনারে মূলত নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য একটি অন্তর্ভুক্তি এবং অংশগ্রহণমূলক শিক্ষণপদ্ধতি গড়ে তোলার লক্ষ্যে রবার্ট পুটনাম প্রণীত ধ্রুপদী ধারণা, সামাজিক পুঁজি গড়ে তোলার ওপর আলোচনা করা হয়।

এর আগে কথা বলেন আইইউবির ভাইস চ্যান্সেলর অধ্যাপক এম ওমর রহমান এবং স্কুল অব লিবারাল আর্টস অ্যান্ড সোসাল সাইন্স এর ডিন ড. মাহবুব আলম।

বিশ্ব ব্যাংক এবং আইইউবির সহায়তায় এইচইকিউইপি-তহবিলের অধীনে আন্ডারগ্রাজুয়েট ও মাস্টার্স স্তরের শিক্ষণপদ্ধতি উন্নয়ন শীর্ষক উপ-প্রকল্পের আওতায় শিক্ষণপদ্ধতি কেন্দ্র এ সেমিনার আয়োজন করে। এতে বিভিন্ন বিভাগ এবং স্কুলের ফ্যাকাল্টি মেম্বাররা অংশ নেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer