Bahumatrik Logo
২০ অগ্রাহায়ণ ১৪২৩, রবিবার ০৪ ডিসেম্বর ২০১৬, ৪:১৪ অপরাহ্ণ

শিক্ষক হত্যাচেষ্টা: ফাহিমের ১৫ দিনের রিমান্ড চায় পুলিশ


১৭ জুন ২০১৬ শুক্রবার, ০৩:০৬  পিএম

মাদারীপুর প্রতিনিধি

বহুমাত্রিক.কম


শিক্ষক হত্যাচেষ্টা: ফাহিমের ১৫ দিনের রিমান্ড চায় পুলিশ

মাদারীপুর: মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের গণিত বিভাগের প্রভাষক রিপন চক্রবর্তীকে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেপ্তার গোলাম ফায়জুল্লাহ ফাহিমের ১৫ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

শুক্রবার দুপুরে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতে ফাহিমকে উপস্থাপন করে রিমান্ডের আবেদন করে পুলিশ। বিষয়টি শুনানির জন্য অপেক্ষমাণ রয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে ফাহিমসহ ছয়জনের নাম উল্লেখ করে মাদারীপুর সদর থানায় হত্যাচেষ্টার একটি মামলা দায়ের করা হয়। মাদারীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) আইয়ুব আলী বাদী হয়ে মামলাটি করেন। 

মামলায় নাম উল্লেখ থাকা অন্য আসামিরা হলেন— তাকসিন সামলাম ওরফে সামিল (২০), শাহরিয়ার হোসেন পলাশ (২০), মেজবাহ (১৯), রায়হান (২০) ও জাহিন (২০)। এ ছাড়া মামলায় অজ্ঞাত একাধিক আসামি করা হয়েছে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।