Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

শান্তিরক্ষায় নিহত ৩ বাংলাদেশিসহ ১১৭ জনকে সম্মাননা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৩৬, ২৫ মে ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

শান্তিরক্ষায় নিহত ৩ বাংলাদেশিসহ ১১৭ জনকে সম্মাননা

ঢাকা : জাতিসংঘ শান্তিরক্ষার কাজে দায়িত্ব পালনকালে নিহত ৩ বাংলাদেশিসহ ১১৭ জন শান্তিরক্ষীকে সম্মাননা জানিয়েছেন জাতিসংঘ।

স্থানীয় সময় বুধবার জাতিসংঘ সদরদপ্তরে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ‘দ্যাগ হ্যামারশোল্ড মেডেল’ সম্মাননা প্রদান করা হয়।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজ বাংলাদেশসহ ৪৩টি দেশের স্থায়ী প্রতিনিধির হাতে এই মেডেল তুলে দেন।

উল্লেখ্য, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের মালি মিশনে কর্তব্যরত অবস্থায় ২০১৬ সালের ১৩ অক্টোবর নিহত হন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক মো: আবুল বাসার এবং একই মিশনে কর্তব্যরত বাংলাদেশ পুলিশের কনস্টেবল মোতাহের হোসেন ও মো: সামিদুল ইসলাম নিহত হন ২০১৬ সালের ১৫ মে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer