Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

শান্তিনিকেতনের মতো নজরুল নিকেতন প্রতিষ্ঠা করা হবে:রওশন এরশাদ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৩, ২৬ মে ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

শান্তিনিকেতনের মতো নজরুল নিকেতন প্রতিষ্ঠা করা হবে:রওশন এরশাদ

ছবি : সংগৃহীত

ঢাকা : জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী বেগম রওশন এরশাদ এমপি বলেছেন, আগামী প্রজন্মকে মেধাবী হিসেবে গড়ে তুলতে হলে মোবাইল-ফেসবুক থেকে দুরে রেখে বই পুস্তকের দিকে মনোনিবেশ করতে হবে। সাহিত্য চর্চার মাধ্যমেই মেধাবীরা দেশ গঠনে ভুমিকা রাখতে পারবে। প্রয়োজনে শিশু কিশোরদের জন্য মোবাইল ফেসবুক বন্ধ করে দিতে হবে।

শনিবার দুপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় পর্যায়ে তিন দিনব্যাপী নজরুল জন্মজয়ন্তীর ২য় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন। নজরুল স্বারক বক্তা ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. বিশ্বজিত ঘোষ।

প্রধান অতথির বক্তব্যে তিনি আরো বলেন, নজরুলকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর প্রথম বাংলাদেশে নিয়ে এসে বাড়ি বরাদ্ধ ও ভাতার ব্যবস্থা করেছিলেন। নজরুলের বিচরণ দেশের বিভিন্ন প্রান্তে থাকলেও ত্রিশালের মানুষ যেভাবে তাকে আপন করে নিয়েছে তা সত্যিই ব্যতিক্রম। এখানে রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের মতো নজরুল নিকেতন প্রতিষ্ঠা করা হবে।

নজরুলের বাল্য সৃতি বিজরিত দরিরামপুরে নজরুল একাডেমির মাঠে ময়মনসিংহ জেলা প্রশাসক ড. সুভাস চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ময়মনসিংহ ৮ আসনের সাংসদ ফখরুল ইমাম, ময়মনসিংহ ৫ আসনের এমপি সালাউদ্দিন মুক্তি, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন, ময়মনসিংহ পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জহিরুল হক, শহর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, ত্রিশাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer