Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

শাজাহানপুরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ২২:২৩, ২৫ অক্টোবর ২০১৭

আপডেট: ০০:৫৩, ২৬ অক্টোবর ২০১৭

প্রিন্ট:

শাজাহানপুরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

ছবি : বহুমাত্রিক.কম

বগুড়া : বগুড়ার শাজাহানপুরে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে সার ও সরিষা বীজ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ২৫ অক্টোবর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরকার বাদল, নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান এবং কৃষি কর্মকর্তা সোহেল মোঃ শামছুদ্দিন ফিরোজ এসব কৃষি উপকরণ সামগ্রী ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে তুলে দেন।

উপজেলা কৃষি কর্মকর্তা জানান, প্রতি বিঘা জমির জন্য ১জন কৃষককে ১০ কেজি পটাশ ২০ কেজি ড্যাপ সার এবং ১ কেজি সরিষা বীজ বিনামুল্যে প্রদান করা হয়। মোট ৬৪০ জন কৃষকের মাঝে এসব কৃষি উপকরন সামগ্রী বিতরণ করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহেরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ সায়েদুর রহমান।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer