Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

শাকিলের ময়নাতদন্ত সম্পন্ন:শরীরে আঘাতের চিহ্ন নেই

বিশেষ প্রতিবেদক

প্রকাশিত: ১০:৩২, ৭ ডিসেম্বর ২০১৬

আপডেট: ১০:৩৭, ৭ ডিসেম্বর ২০১৬

প্রিন্ট:

শাকিলের ময়নাতদন্ত সম্পন্ন:শরীরে আঘাতের চিহ্ন নেই

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

বুধবার সকাল সোয়া ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক মেডিসিনের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক সোহেল মাহমুদসহ তিন সদস্যে মেডিকেল বোর্ড এ ময়নাতদন্ত সম্পন্ন করেন।

মেডিকেল বোর্ডের অন্য ২ সদস্য হলেন, সহকারী অধ্যাপক একে এম শফিউজ্জামান (খায়ের), প্রভাষক ডা. প্রদীপ বিশ্বাস।

সোহলে মাহমুদ সাংবাদিকদের বলেন, শাকিলের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তার শরীর থেকে ভিসেরা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। এগুলো পরীক্ষার জন্য পাঠানো হবে। পরীক্ষার রিপোর্ট হাতে পেলে ময়নাতদন্তের প্রতিবেদন দেওয়া হবে।

এক প্রশ্নের জবাবে সোহেল মাহমুদ বলেন, শরীরে কোনো বিষক্রিয়া আছে কী না, এজন্য এসব সংগ্রহ করা হয়েছে।

সাংবাদিকদের অপর এক প্রশ্নে জবাবে তিনি বলেন, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।

আগে পৌনে ৮টায় তার মরদেহ বারডেম হাসপাতাল থেকে ঢামেক মর্গে আনা হয়।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer