Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

শহীদ মিনারে মুস্তাফা নূরউল ইসলামের মরদেহ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩০, ১১ মে ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

শহীদ মিনারে মুস্তাফা নূরউল ইসলামের মরদেহ

ঢাকা : ভাষা সংগ্রামী, সাহিত্যিক, প্রাবন্ধিক ও জাতীয় অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলামের মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়েছে।

শুক্রবার বেলা ১১টার দিকে সেখানে তার মরদেহটি নেওয়া হয়। এরপরই শ্রদ্ধা জানানো শুরু হয়।শ্রদ্ধাজ্ঞাপন শেষে তাঁর মরদেহ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খ্যাতিমান সাহিত্যিক ও জাতীয় অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম।

মুস্তাফা নূরউল ইসলামের জন্ম ১৯২৭ সালের ১লা মে, বগুড়া, মহাস্থানগড় সংলগ্ন গ্রাম চিঙ্গাশপুরে। পিতা সাদাত আলী আখন্দ, সরকারি কর্মচারী। পিতার কর্মসূত্রে শৈশব কলকাতায়, ইস্কুল-কলেজে লেখাপড়া করেন। পরে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন (বাংলা) ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, পিএইচ.ডি. লাভ করেন লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer