Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

শশীলতা কবিতাগুচ্ছ-৯

মুস্তাক মুহাম্মদ

প্রকাশিত: ০২:২৮, ২৯ এপ্রিল ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

শশীলতা কবিতাগুচ্ছ-৯

যথার্থ করেছো প্রতিবিধান

শশীলতা এ বুকে দিলে ব্যাথা
রক্তরেখায় আঁকলে আলপনা
তবু কি পেলে তোমার সান্ত্বনা
এভাবে আমায় করে অবহেলা?
জেনে রেখো শশীলতা,
তুমি আমার ভালোবাসা
যা দিয়েছো তা আমারি দান
যথার্থ করোছো প্রতিবিধান।

তবু তুমি সুখে থাকো

শশীলতা বুকে অনেক ব্যাথা জমা আছে
বুঝবে যেদিন র’বে না যেদিন পাশে।
ছোট এই বুকটায় রেখেছিলাম আকাশ
সমান ভালোবাসা
বুঝলে না তা করলে শুধু অবহেলা!
ব্যাথার পাহাড় বুকে নিয়ে গেলাম অজানায়
তবু তুমি সুখে থাকো আমার এই কামনা।

বিরহ জ্বালায় জ্বলি

স্মৃতির পাহাড় রেখে গেলে আমার বুকে
সইতে পারি না বিরহ জ্বালা-জ্বলি দিবানিশি।
ভালোবাসার বিষের জ্বালা
বুঝতে গেলো জনম বালা
কূল কিনারাহীন দরিয়ায় বেয়ে গেলাম ভেলা
নোঙর হলো না।
বিরহ এমনই জ্বালা
বাড়ে শুধু দহন বেলা।
দেখা না পাইলাম
কাছে না আইলাম
তবু এ জ্বালায় জ্বলি
প্রেম কেলি খেলি।

তবু পথ চেয়ে আছি

পথ চেয়ে দু’চোখ যায়
তবু সান্ত্বনা পাই
এই পথেই শশীলতা গিয়েছিল।
তার গভীর চোখে যা দেখেছিলাম
মন্ত্রমুগ্ধ করে রেখেছে আমার।
যা দেওয়ার দিয়েছি-
প্রতিদান চাইনি
তবু পথ চেয়ে আছি।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer