Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

শরনার্থীদের অবজ্ঞা করে ক্ষমাও চাইলেন প্রিয়াঙ্কা চোপড়া

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:১৯, ১৮ অক্টোবর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

শরনার্থীদের অবজ্ঞা করে ক্ষমাও চাইলেন প্রিয়াঙ্কা চোপড়া

ঢাকা : স্লিভলেস ট্যাংক টপটিতে লেখা ছিল চারটি শব্দ। শরণার্থী, অভিবাসী, বহিরাগত এবং পর্যটক। প্রথম তিনটি শব্দ লাল কালি দিয়ে কেটে দেয়া হয়েছে। বেঁচে থাকা একমাত্র শব্দটি পর্যটক।

ভ্রমণ বিষয়ক এক ম্যাগাজিনের প্রচ্ছদে এরকম একটি স্লিভলেস ট্যাংক টপ পরে পোজ দিয়েছিলেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া।

কিন্তু সিরিয়ার শরণার্থী সংকটের প্রেক্ষাপটে, ট্যাংক টপের বক্তব্য নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা।

এরপরই মিস চোপড়া এবং কনডে ন্যাস্ট ম্যাগাজিন কর্তৃপক্ষ ঐ কাভারের জন্য দু:খ প্রকাশ করেছে।
সমালোচকেরা বলেছেন, শরণার্থী হওয়াটা কারো ইচ্ছার ওপর নির্ভর করেনা।

আর ট্যাংক টপের ঐ বার্তা বস্তুত সমাজের একটি সুবিধাজনক অবস্থানের নির্দেশক।ভারতীয় বেসরকারি টেলিভিশন এনডিটিভিকে মিস চোপড়া বলেছেন, ম্যাগাজিনটির মূল উদ্দেশ্য ছিল বিদেশীদের সম্পর্কে সাধারণ মানুষের মনে যে অহেতুক ভয় থাকে, সে বিষয়টির দিকে দৃষ্টি আকর্ষণ করা। শরণার্থীদের সেন্টিমেন্টকে আহত করা নয়।

এ মাসের শুরুতে মিস চোপড়া নিজেই ম্যাগাজিনের কাভারের ছবিটি টুইটারে পোষ্ট করেন।
এরপরই ভারত জুড়ে শুরু হয় সমালোচনা।

বিষয়টিকে অশোভন আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই লিখেছেন, এই মূহুর্তে সিরিয় শরণার্থীরা যে অমানবিক জীবনযাপন করছেন, সেসময় এমন বক্তব্যের মাধ্যমে তাদের হেয় করা হয়েছে। মিস চোপড়ার পোশাককেও আপত্তিকর বলেছেন কেউ কেউ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer