Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

শফিউল আলম প্রধানের প্রথম জানাজা অনুষ্ঠিত, দাফন সোমবার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:১৫, ২১ মে ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

শফিউল আলম প্রধানের প্রথম জানাজা অনুষ্ঠিত, দাফন সোমবার

ঢাকা : জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধানের প্রথম নামাজে জানাজা রোববার বাদ জোহর আসাদগেটের নিজ বাসভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। 

জানাজায় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতাকর্মী ও স্বজনরা অংশ নেন। এদিন সকাল ৭টার দিকে রাজধানীর আসাদগেটের নিজ বাসভবনে ইন্তেকাল করেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান। মৃত্যুকালে শফিউল আলম প্রধানের বয়স হয়েছিল ৬৭ বছর।

জাগপার সাধারণ সম্পাদক খোন্দকার লুৎফর রহমান সাংবাদিকদের জানান, গত দু`দিন ধরে জ্বরে ভুগছিলেন শফিউল আলম প্রধান। এর আগে তিনি একাধিকবার হৃদরোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন।

বাদ আসর ইকবাল রোড জামে মসজিদে আরেক দফা জানাজার পর মরদেহ রাখা হবে হিমঘরে। সোমবার বাদ জোহর বায়তুল মোকাররম মসজিদে জানাজার পর বিকালে বনানী কবরস্থানে দাফন করা হবে তাকে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer