Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

শনিবার শুরু হচ্ছে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:১০, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

আপডেট: ১১:৪৮, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

প্রিন্ট:

শনিবার শুরু হচ্ছে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ’

ঢাকা : জাটকা রক্ষার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আগামী শনিবার থেকে শুরু হবে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০১৮’।

এবারের প্রতিপাদ্য বিষয়, ‘জাটকা ধরে করবো না শেষ, বাঁচবে জেলে হাসবে দেশ। বৃহস্পতিবার মৎস্য ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।

তিনি বলেন, মানুষকে সচেতন করতেই এই সপ্তাহ। এই লক্ষ্যে সাতদিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হবে। চলতি বছর মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মেদীমন্ডল ইউনিয়নের কালিরখিল মাঠে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে পদ্মা নদীতে নৌ-র‌্যালি করা হবে।

গত রোববার মৎস্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশে বলা হয়েছে, ‘মা ইলিশ সংরক্ষণ, অভিযান, জাটকা নিধন প্রতিরোধ কার্যক্রম, বেহুন্দি ও অন্যান্য অবৈধ জাল অপারেশনে কম্বিং অপারেশন এবং জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপনের জন্য ২০১৭-১৮ অর্থবছরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বাজেটে ছয় কোটি টাকা বরাদ্দ রয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer