Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

শনিবার শপথ নিতে যাচ্ছেন ইমরান খান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:১৩, ১৮ আগস্ট ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

শনিবার শপথ নিতে যাচ্ছেন ইমরান খান

ঢাকা : পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিতে যাচ্ছেন তেহরিক-ই-ইনসাফ পার্টির প্রধান ইমরান খান। দেশটির জাতীয় পরিষদের ভোটে শুক্রবার ২২তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি।

ন্যাশনাল অ্যাসেম্বলির ভোটে প্রার্থী ছিলেন দুইজন। একজন হচ্ছেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির নেতা ইমরান খান এবং অপরজন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এর প্রেসিডেন্ট শাহবাজ শরিফ।

শুক্রবার দুপুর সাড়ে তিনটার দিকে জাতীয় পরিষদের নব নির্বাচিত প্রতিনিধিরা উপস্থিত হওয়ার পর ভোট শুরু হলে প্রত্যাশিতভাবেই তাতে জিতে যান ইমরান খান।তাকে ভোট দেন ১৭৬ সদস্য। অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহবাজ পান ৯৬ ভোট।

শনিবার পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হোসেইন তাকে শপথ পড়াবেন। শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ভারতের সাবেক ক্রিকেটার নভজিত সিং সিধুও রয়েছেন।

স্থানীয় সময় সকাল সোয়া নয়টায় অতিথিদের আওয়াম-ই-সদর বা প্রেসিডেন্ট ভবনে উপস্থিত হওয়ার অনুরোধ করা হয়েছে। জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শুরু হবে। তার আগে মন্ত্রিপরিষদ সচিব প্রেসিডেন্টের কাছে অনুষ্ঠান শুরুর প্রার্থনা করবেন।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer