Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

শনিবার থেকে শিশুদের কৃমির ওষুধ খাওয়ানো কর্মসূচি শুরু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:২৪, ৪ নভেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

শনিবার থেকে শিশুদের কৃমির ওষুধ খাওয়ানো কর্মসূচি শুরু

ঢাকা : কৃমির আক্রমণ থেকে শিশুদের সুরক্ষায় দেশের প্রায় ৪ কোটি ৬ লাখ শিশু-কিশোরকে কৃমিনাশক ওষুধ খাওয়ানোর উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তেরর ফাইলেরিয়াস নির্মূল, কৃমি নিয়ন্ত্রণ ও খুদে ডাক্তার কার্যক্রম রোগ নিয়ন্ত্রণ শাখা।

শনিবার থেকে ১৯তম রাউন্ডের এ কর্মসূচি শুরু হচ্ছে।

আগামী ২৩ নভেম্বর পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ থেকে ১৬ বছর বয়সি ছাত্রছাত্রীদের দুই ধাপে কৃমি নিয়ন্ত্রণে এ ওষুধ সেবন করানো হবে।

এবার দুই দফায় এ কার্যক্রম চলবে। ৪ থেকে ৯ নভেম্বর প্রথম ধাপে পাঁচ থেকে ১২ বছর বয়সের এবং ১৬ থেকে ২৩ নভেম্বর দ্বিতীয় ধাপে ১২ থেকে ১৬ বছর বয়সের শিশুদের এ কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। স্কুলের বাইরের ওই বয়সের শিশুদেরও এবার এই কর্মসূচির আওতায় ওষুধ খাওয়ানো হবে। এ কার্যক্রমে স্বাস্থ্য বিভাগের কর্মীদের সঙ্গে স্কুলপর্যায়ে `খুদে ডাক্তার` স্বেচ্ছাসেবীরাও অংশ নেবেন।

জানা গেছে, এই সপ্তাহে সব শিশুকে ভরা পেটে কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে। খালি পেটে এ ওষুধ খাওয়ানো যাবে না। এ ওষুধের কোনো ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer