Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

শনিবার থেকে কমবে গরম

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:২০, ২০ জুলাই ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

শনিবার থেকে কমবে গরম

ঢাকা : তীব্র দাবদাহে পুড়ছে রাজধানী ঢাকা। শ্রাবণের বৃষ্টিহীন দিনে আগ্নেয়গিরিতে পরিণত হয়েছে ঢাকাসহ গোটা দেশ। তবে, শনিবার থেকে তাপমাত্রা কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

ঢাকায় চলতি বর্ষা মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বৃহস্পতিবার । আবহাওয়া বিভাগের রেকর্ড অনুযায়ী, গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার অবশ্য তাপমাত্রা কিছুটা কমেছে। ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬.০ ডিগ্রি সেলসিয়াস। এদিকে, দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস।

বিকেলের দিকে রাজধানীর বেশ কিছু এলাকায় বৃষ্টি হলেও তপ্ত ইট-বালুতেই টেনে নিয়েছে সে জল। গুমট গরম তেমন কমেনি।

বর্ষা মৌসুমের মাঝামাঝি এসে উত্তাপের কারণ জানতে চাইলে আবহাওয়াবিদ হাফিজুর রহমান সময় নিউজকে বলেন, `বৃষ্টিপাত না হওয়ার কারণেই গরম বেড়ে গেছে। তাছাড়া, সাগরে একটা লঘুচাপ সৃষ্টি হয়েছে যে কারণ উত্তাপ বেড়েছে। এই মৌসুমে যে দিনগুলোতে বৃষ্টি থাকবে না সে দিনগুলো এমনিতেই উত্তপ্ত থাকবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer