Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

লেকহেড গ্রামার স্কুলের পরিচালক গ্রেপ্তার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫২, ২১ জানুয়ারি ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

লেকহেড গ্রামার স্কুলের পরিচালক গ্রেপ্তার

ফাইল ছবি

ঢাকা : রাজধানীর লেকহেড গ্রামার স্কুলের পরিচালক খালেদ হাসান মতিন গ্রেপ্তার হয়েছেন। আইন-শৃঙ্খলা বাহিনীর একটি সংস্থার বিশেষ টিম শনিবার বিকালে তাকে গুলশান-১ এলাকা থেকে আটক করে। সূত্র জানায়, এ সময় তার কাছ থেকে জব্দ করা হয়েছে মোটা অংকের টাকা। রোববার তাকে আদালতে হাজির করা হতে পারে।
 
এ দিকে খালেদ হাসান মতিনকে তুলে নেবার ঘটনায় শনিবার সন্ধ্যায় গুলশান থানায় একটি সাধারণ ডাইরি (জিডি- নম্বর ১৩৭৮) করেছেন লেকহেড গ্রামার স্কুলের অফিস স্টাফ ইদ্রিস আলী। জিডির বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন মিয়া।
 
তিনি জানান, জিডিতে বলা হয়, শনিবার বিকাল ৪টার দিকে সাদা পোশাকে ৭/৮ জন লোক গুলশান-১  সেকশনস্থ লেকহেড গ্রামার স্কুলের সামনে থেকে খালেদকে মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যায়। তার ব্যবহূত মোবাইল ফোন ঘটনার পর থেকে বন্ধ রয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer