Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

লিটন হত্যায় গাইবান্ধার সাবেক এমপি কাদের খান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫২, ২১ ফেব্রুয়ারি ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

লিটন হত্যায় গাইবান্ধার সাবেক এমপি কাদের খান গ্রেপ্তার

ছবি-সংগৃহীত

বগুড়া : গাইবান্ধা-১ আসনের সরকার দলীয় এমপি লিটন হত্যাকাণ্ডের ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য একই আসনের সাবেক এমপি ডা. কর্নেল (অব.) আবদুল কাদের খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকাল ৫টার দিকে বগুড়া শহরের রহমান নগরের বাসভবন কাম ক্লিনিক থেকে গাইবান্ধার গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

৫ দিন ঘেরাও করে রাখার পর জাতীয় পার্টির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক এই এমপিকে গ্রেপ্তার করা হয়।

গাইবান্ধা স্পেশাল ব্রাঞ্চের ইন্সপেক্টর মাহবুব আলম জানিয়েছেন, গাইবান্ধা-১ আসনে আওয়ামী লীগের এমপি লিটন হত্যাকাণ্ডের ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করতে গ্রেপ্তার করা হয়েছে।

বগুড়ার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এর সত্যতা নিশ্চিত করে জানান, তাকে গাইবান্ধা নেয়া হচ্ছে।

জানা গেছে, ডা. কর্নেল (অব.) কাদের খান গত ২০০৮ সালে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে মহাজোটের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। বগুড়া শহরের রহমাননগরে জেলাদারপাড়ায় তার ৫তলা ভবন রয়েছে। ওই ভবনে গরীব শাহ ক্লিনিক ও তিনি পরিবার নিয়ে বসবাস করেন। তিনি ও তার স্ত্রী বিশিষ্ট গাইনী বিশেষজ্ঞ ডা. এজেইউ নাসিমা বেগম রোগী দেখেন।

 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer