Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

লাগামহীন রাজধানীর নিত্যপণ্যের বাজার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৪১, ১৮ আগস্ট ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

লাগামহীন রাজধানীর নিত্যপণ্যের বাজার

ঢাকা : রাজধানীতে মাত্র এক সপ্তাহের ব্যবধানে সব ধরণের সবজির দাম বেড়েছে সর্বোচ্চ ২০ টাকা পর্যন্ত।

সরবরাহ সংকট না থাকলেও কমেনি ইলিশ, রুই চিংড়ি সহ অন্যান্য মাছের দাম। বিক্রেতারা বলছেন, বন্যা বৃষ্টির প্রভাবেই দামের উর্ধ্বগতি নিত্যপণ্যের বাজারে, যদিও ক্রেতাদের কাছে তা স্রেফ অজুহাত।

ঢাকার পলাশী কাঁচাবাজারে ১৫ থেকে ২০ টাকা বেড়েছে বেগুন, টমেটো, ঝিঙ্গা চিচিঙ্গার দাম। কাঁচামরিচ ছুঁয়েছে দেড়শ`র কোটা।

মাছ বাজারের চিত্র আরো বিচিত্র, স্বাভাবিক সময়ের চেয়ে আমদানি ঘাটতি চোঁখে পড়বেনা কারো। কিন্তু হালি প্রতি ইলিশের দাম বেড়েছে ৫ শ টাকা থেকে ১২ শ টাকা পর্যন্ত। চিংড়ি, রুই, তেলাপিয়া ছাড়াও বেড়েছে ছোট বড় সব মাছের দাম।

বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে ৫শ২০ টাকা দরে, খাসি ৭শ ৫০ আর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১শ ৬৫ টাকা কেজিদরে। ডজনপ্রতি ১২ টাকা বেড়ে ফার্মের মুরগীর ডিম ১০৮ টাকা আর দেশি মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৫৫ টাকা দরে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer