Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

‘লাখো মেয়েকে শিক্ষা থেকে দূরে রেখে সুন্দর ভবিষ্যৎ সম্ভব নয়’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:০৮, ৩১ জানুয়ারি ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

‘লাখো মেয়েকে শিক্ষা থেকে দূরে রেখে সুন্দর ভবিষ্যৎ সম্ভব নয়’

ফাইল ছবি

ঢাকা : লাখ লাখ মেয়েকে শিক্ষা থেকে দূরে রেখে সুন্দর ভবিষ্যৎ গড়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন মালালা ইউসুফজাই। সম্প্রতি ভারত আর পাকিস্তানের মেয়েদের শিক্ষা, সংস্কৃতি ও মূল্যবোধ অনুধাবন করে এসব কথা বলেন তিনি।

আর এই অনুধারন থেকেই ভারতীয় মেয়েদের জন্যে কাজ করতে চান মালালা ইউসুফজাই। এজন্য ভারত সফরে যেতে চান তিনি। সুইজারল্যান্ডের দাভোসে আন্তর্জাতিক অর্থনৈতিক সম্মেলনে অংশগ্রহণকালে এ আগ্রহের কথা জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী মালালা।
 
জাতিসংঘের শান্তিদূত হিসেবে নিয়োজিত মালালা মনে করেন, পরস্পরের সংস্কৃতি ও মূল্যবোধ থেকে দুই দেশেরই শেখার আছে। মালালা বলেন, ভারত আর পাকিস্তানের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে হলে দুই দেশের মেয়েদের গুরুত্ব দিতে হবে। লাখ লাখ মেয়েকে শিক্ষা থেকে দূরে রেখে সুন্দর ভবিষ্যৎ গড়া সম্ভব নয়।

নোবেলজয়ী মালালা মনে করেন, ভারত আর পাকিস্তানে মেয়েদের সমস্যা মোটামুটি একই রকম। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে সেসব সমস্যা সম্পর্কে জানা ও সমাধানের পথ খোঁজার ইচ্ছা রয়েছে তার। তিনি জানান, ভারতীয় সিনেমা দেখে অনেক কিছু জেনেছেন তিনি। হিন্দিও শিখেছেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer