Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪

সংযোগ বিচ্ছিন্নের পর ট্যানারি মালিকদের জরিমানা মওকুফ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৪, ৯ এপ্রিল ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

সংযোগ বিচ্ছিন্নের পর ট্যানারি মালিকদের জরিমানা মওকুফ

ঢাকা : গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের পর পরিবেশের ক্ষতিপূরণ বাবদ প্রায় ৩১ কোটি টাকা জরিমানার অর্থ মওকুফ করে দিয়েছেন আপিল বিভাগ।

এ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের পর রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে ট্যানারি মালিকদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ফজলে নূর তাপস ও রিট আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

গত ৩০ মার্চ আদালত হাজারীবাগে থাকা ট্যানারি কারখানাগুলোর সকল কার্যক্রম বন্ধ করে প্রতিবেদন দিতে বলেছিলেন। পরবর্তী আদেশের জন্য ৯ এপ্রিল আদেশের জন্য দিন ধার্য করেছিলেন। 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer