Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

লন্ডনে আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে, আহত ৮

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৪১, ২৫ জুন ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

লন্ডনে আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে, আহত ৮

ঢাকা : লন্ডনের বেথনাল গ্রিন আবাসিক এলাকায় একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে লন্ডন ফায়ার সার্ভিসের ৭২ কর্মী কাজ করছেন।

স্থানীয় সময় শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে শহরটির টুরিন স্ট্রিটের ওই বাড়িতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এর পর পরই আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে যায় তারা ।

আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়ায় একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ১০টি ফায়ার ইঞ্জিন ও ৭২জন দমকলকর্মী। লন্ডন ফায়ার ব্রিগেডের ওয়েবসাইটে আগুন নিয়ন্ত্রণের খবর নিশ্চিত করা হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো থেকে জানা যায়,ফায়ার সার্ভিস খুবই দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। আগুন লাগা ভবন থেকে অল্প কিছু সময়ের মধ্যে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। ভবনটির তৃতীয় তলায় একটি বাসা থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে পুলিশ।

আগুন লাগার পর থেকে টুরিন স্ট্রিট বন্ধ করে দিয়েছে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer