Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

রয়েল বেঙ্গল রক্ষায় সরকার যথাযথ পদক্ষেপ নিয়েছে:পরিবেশ মন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৪৫, ৩ অক্টোবর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

রয়েল বেঙ্গল রক্ষায় সরকার যথাযথ পদক্ষেপ নিয়েছে:পরিবেশ মন্ত্রী

ঢাকা : পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন বলেছেন, সুন্দরবনের বাঘ রক্ষায় সরকার যথাযথ পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি সোমবার সংসদে জাসদের লুৎফা তাহেরের জরুরী জন-গুরুত্বসম্পন্ন বিষয়ের উপর মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে এ কথা বলেন।

পরিবেশ ও বন মন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ার ৮টি দেশে বর্তমানে বাঘ সংকটাপন্ন অবস্থায় রয়েছে। বাঘ সংরক্ষণ ও বাঘের জন্য সুন্দরবনে একটি নিরাপদ পরিবেশ তৈরি করতে সরকার বন্যপ্রাণি সংরক্ষণ আইন প্রণয়নসহ নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি বলেন, সুন্দরবনের প্রায় সর্বত্র বাঘের বিচরণ রয়েছে। এখানে বর্তমানে বাঘের সংখ্যা ১০৬টি। সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের ফলে বাঘের আবাসস্থল, জীবনাচরণ ও প্রজনন বর্তমানে স্বাভাবিক রয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer