Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

রৌমারী সীমান্তে বন্যহাতির তান্ডবে নির্ঘুম মানুষ

মাজহারুল ইসলাম, রৌমারী প্রতিনিধি

প্রকাশিত: ০২:৩৯, ৬ ডিসেম্বর ২০১৬

আপডেট: ০২:৪৬, ৬ ডিসেম্বর ২০১৬

প্রিন্ট:

রৌমারী সীমান্তে বন্যহাতির তান্ডবে নির্ঘুম মানুষ

ছবি: বহুমাত্রিক.কম

কুড়িগ্রাম : কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় বন্যহাতির তান্ডবে নির্ঘুম সীমান্তঘেষা অঞ্চলের হাজার হাজার মানুষ। মাসাধিক সময় ধরে সন্ধ্যা নামলেই ভারতীয় বন্য হাতির দলটি বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে।

গত রোববার ৪ ডিসেম্বর হাতির দলটি ১০৭৫ সীমান্ত পিলার হতে ১০৬১ পিলার এলাকা পর্যন্ত চষে বেড়াচ্ছে। প্রতিনিয়ত ২০/২৫টি হাতি এমন তান্ডব চালাচ্ছে। আতংকে দিনরাত কাটছে সীমান্ত বাসীর। প্রায় ৪০ কিলোমিটার এলাকা জুড়ে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে ফসলের মাঠ। হাতির এমন তান্ডবে অসহায় সীমান্ত বাসী। এ অঞ্চলের মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি ও নির্ঘুম রাত কাটলেও সরকারী কোন তৎপরতা দেখা যায়নি।

বর্তমানে রবি শষ্য মৌসুম , বন্যার কারনে তেমন রোপা আমন ধান হয়নি।তাই এলাকা জুড়ে সরিষা চাষ করা হয়েছে।হাতি সরিষা খায়না।তবে খাদ্য না পেয়ে সরিষা ক্ষের উপর দিয়ে দাপিয়ে বেড়াচ্ছে। আশংকা করা হচ্ছে হাতি গুলো খাদ্য সংকটে এক সময় বাড়ি-ঘরে হামলা করতে পারে। বর্তমানে হাতির দলটি ১০৬১ পিলার সংলগ্ন গয়টা পাড়া এলাকায় অবস্থান করছে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer