Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

‘রোহিঙ্গাদের ফেরাতে জাতিসংঘ আন্তর্জাতিক চাপ সৃষ্টি করবে’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৯, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

‘রোহিঙ্গাদের ফেরাতে জাতিসংঘ আন্তর্জাতিক চাপ সৃষ্টি করবে’

ফাইল ছবি

ঢাকা : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ বাংলাদেশের পাশে আছে। রোহিঙ্গাদের ফেরাতে জাতিসংঘ আন্তর্জাতিক চাপ সৃষ্টিতে কাজ করছে। এ পর্যন্ত যতো রোহিঙ্গা বাংলাদেশে এসেছে মিয়ানমারকে এদের সবাইকে ফেরত নিতে হবে।

সোমবার সচিবালয়ে নিজের কার্যালয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পোর সঙ্গে এক বৈঠকে তিনি এমন মন্তব্য করেন।

তোফায়েল আহমেদ রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, চলতি মাসেই মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। ঠিক সেদিনই ৩০০ রোহিঙ্গা আমাদের দেশে ঢুকিয়ে দিয়েছে তারা। মিয়ানমারের অবস্থান আমরা কিছুই বুঝতে পারছি না।

রাজনৈতিক কারণে খালেদা জিয়াকে জেলে বন্দি করে রাখা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আদালতের রায়ের পর তিনি জেলে আছেন। আদালতের রায়কে আইনিভাবেই মোকাবেলা করা উচিত। আমি আদালতের বিষয়ে কিছু বলতে চাই না।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer