Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

রোহিঙ্গাদের দেশ ত্যাগে বাধ্য করার প্রতিবাদে বেরোবিতে মানববন্ধন

বেরোবি প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৪৩, ২৬ সেপ্টেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

রোহিঙ্গাদের দেশ ত্যাগে বাধ্য করার প্রতিবাদে বেরোবিতে মানববন্ধন

ছবি: বহুমাত্রিক.কম

রংপুর : মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের হত্যা-নির্যাতন এবং দেশ থেকে উৎখাতের প্রতিবাদে মানববন্ধন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন গণিত বিভাগের অধ্যাপক ড. আর এম হাফিজুর রহমান, পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. গাজী মাজহারুল আনোয়ার, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. শফিক আশরাফ, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিভাগীয় প্রধান আপেল মাহমুদ, সহকারী অধ্যাপক উমর ফারুক, প্রভাষক আশানুজ্জামান ।

মানববন্ধনে বক্তরা মিয়ানমার সরকারকে হত্যা ও নির্যাতন বন্ধ করে শরণার্থীদের দেশে ফিরিয়ে নিতে বাধ্য করার দাবি জানান । শরণার্থীদের প্রতি মানবিক আচরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ধন্যবাদ জানান তারা।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer