Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

রোহিঙ্গাদের জন্য দেড় কোটি মার্কিন ডলার সহায়তা দেবে সৌদি আরব

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩৮, ২০ সেপ্টেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

রোহিঙ্গাদের জন্য দেড় কোটি মার্কিন ডলার সহায়তা দেবে সৌদি আরব

ঢাকা : মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য জরুরি ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে সৌদি বাদশাহ দেড় কোটি মার্কিন ডলার মানবিক সহায়তা দেবে।

এটি বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণর্থীদের জন্য সৌদি আরবের পক্ষ থেকে সহায়তার প্রথম ঘোষণা।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এখবর জানায়।

বার্তা সংস্থা জানায়, খাদেমুল হারমাইন বাদশা সালমান বিন আবদুল আজিজ ‘গণহত্যা ও নির্যাতনের কারণে’ মিয়ানমার থেকে পলায়নপর রোহিঙ্গা শরণার্থীদের জন্য দেড় কোটি মার্কিন ডলার বরাদ্দের আদেশ দিয়েছেন।

এদিকে সৌদি গেজেট এর অনলাইন সংস্করণে জানায়, কিং সালমান সেন্টার পর রিলিফ আ্যান্ড হিউম্যানিটারয়িান ওয়ার্কের জেনারেল সুপারভাইজার ড. আব্দুল্লাহ আল-রাবিয়া এ ঘোষণা দেন।

রাবিয়ার উদ্ধৃতি দিয়ে সৌদি আরবের সংবাদপত্রটিতে বলা হয়, ‘রোহিঙ্গাদের অবস্থা মূল্যায়নের জন্য সেন্টারের একটি বিশেষায়িত টিম কয়েক ঘণ্টার মধ্যে বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা হবে।’

তিনি বলেন, টিমটি ত্রাণ, মানবিক সহায়তা ও আশ্রয় সহায়তা দেয়ার জন্য রোহিঙ্গাদের জরুরি প্রয়োজন নিরূপণ করবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer