Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

রোহিঙ্গাদের ওপর নৃশংসতার নির্ভরযোগ্য তদন্ত দাবী যুক্তরাষ্ট্রের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫৯, ১৬ নভেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

রোহিঙ্গাদের ওপর নৃশংসতার নির্ভরযোগ্য তদন্ত দাবী যুক্তরাষ্ট্রের

ঢাকা : মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর নৃশংসতার খবরগুলোর বিশ্বাসযোগ্য তদন্তের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।

দেশটির সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে স্থানীয় সময় বুধবার টিলারসন এই আহ্বান জানান।

বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে চলতি বছরের আগস্টের শেষের দিকে বিদ্রোহীদের দমনের নামে সেনাবাহিনীর শুদ্ধি অভিযান শুরুর পর থেকে ছয় লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে প্রতিবেশী দেশ বাংলাদেশে এসেছে।

জাতিসংঘের শীর্ষ এক কর্মকর্তা রাখাইনে সেনাদের এই অভিযানকে জাতিগত নিধনের ‘ধ্রুপদি উদাহরণ’ হিসেবে আখ্যা দিয়েছেন।

সেনাদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করে দুই বছরেরও কম সময় আগে দায়িত্ব নেওয়া মিয়ানমারের বেসামরিক প্রশাসনের প্রধান তথা কার্যত নেতা অং সান সু চির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে রোহিঙ্গাদের ওপর নৃশংসতায় উদ্বেগ প্রকাশ করেন টিলারসন।

তিনি বলেন, ‘রাখাইন রাজ্যে সাম্প্রতিক সহিংসতার সময় মিয়ানমারের আইনশৃঙ্খলা বাহিনী ও দোসরদের (যাদের নিয়ন্ত্রণ করেনি আইনশৃঙ্খলা বাহিনী) ব্যাপক নৃশংসতার বিশ্বাসযোগ্য বহু খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’

সংবাদ সম্মেলনের আগে রোহিঙ্গাদের ওপর নৃশংসতার অভিযোগ থাকা মিয়ানমারের সেনাবাহিনীর প্রধান জেনারেল মিন অং হ্লাইংয়ের সঙ্গে দেখা করেন টিলারসন।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer