Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

রোহিঙ্গা প্রত্যাবাসনে চলতি সপ্তাহেই সমঝোতা : সু চি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:১৯, ২১ নভেম্বর ২০১৭

আপডেট: ০২:৩৫, ২২ নভেম্বর ২০১৭

প্রিন্ট:

রোহিঙ্গা প্রত্যাবাসনে চলতি সপ্তাহেই সমঝোতা : সু চি

ঢাকা : বাংলাদেশের সঙ্গে আলোচনার মাধ্যমে রোহিঙ্গা প্রত্যাবাসনে চলতি সপ্তাহেই একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করছেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি।

মঙ্গলবার এশিয়া-ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন আসেমের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে দেশটির নেত্রী এ আশা প্রকাশ করেন।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, নেপিদোতে এশিয়া ও ইউরোপের দেশগুলোর জোট-আসেমের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের শেষ দিন মঙ্গলবার সু চি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বুধ ও বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক হবে জানিয়ে সু চি বলেন, আমরা আশা করছি, এই আলোচনার ফলাফল হিসেবে শিগগিরই একটি সমঝোতা স্মারক সই করা সম্ভব হবে, যাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাওয়া সবাইকে নিরাপদে ফেরানোর ব্যবস্থা করা যায়। তবে তিনি ‘রোহিঙ্গা’ শব্দ উচ্চারণ করেননি। রাতারাতি এ সংকটের সমাধান সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন সুচি। 

সোমবার আসেম সম্মেলনের সাইডলাইনে রোহিঙ্গা সংকট নিয়ে এশিয়া ও ইউরোপের ১৫টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক অনানুষ্ঠানিক ব্রিফিংয়ের রাখাইনে সহিংসতা বন্ধ করে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে নেওয়ার তাগিদ দেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer