Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

রোহিঙ্গা ক্যাম্পে প্রিয়াঙ্কা চোপড়া

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪০, ২১ মে ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

রোহিঙ্গা ক্যাম্পে প্রিয়াঙ্কা চোপড়া

ঢাকা : বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া এখন বাংলাদেশে অবস্থান করছেন। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের উদ্দেশ্যে তার এই সফর।

সোমবার সকালে ঢাকা থেকে কক্সবাজার রওনা হন এই অভিনেত্রী। অফিসিয়াল ইনস্টাগ্রামে বাংলাদেশে অবস্থান করার বিষয়টি আগেই নিজেই নিশ্চিত করেছিলেন ৩৫ বছর বয়সী এই তারকা।
পরে নিজের ফেসবুক পেজে কক্সবাজাররে রওয়ানা দেয়ার বিষয়টি নিশ্চিত করেন ভারতীয় এই অভিনেত্রী।

জানা গেছে, বাংলাদেশে সফরে দুই দিন অবস্থান করবেন এই তারকা। এই সফরে তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।

যুক্তরাজ্যে বান্ধবী মেগানের সঙ্গে প্রিন্স হ্যারির বিয়েতে অংশ নেয়ার পর লন্ডন থেকে ঢাকা আসেন এই অভিনেত্রী। ঢাকা থেকে সোমবার সকালে কক্সবাজারে যান তিনি।

এর আগে গত বছর সিরিয়ায় যুদ্ধে আক্রান্ত শিশুদের পাশে দাঁড়িয়েছিলেন প্রিয়াঙ্কা। চলতি বছরের মার্চ মাসে এক অনুষ্ঠানে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের ইচ্ছা প্রকাশ করেছিলেন এই অভিনেত্রী।
শরণার্থীদের বিষয়ে প্রিয়াঙ্কা বলেছিলেন, ‘আমাদের সবাইকে বুঝতে হবে এটি একটি বৈশ্বিক মানবিক সংকট, আঞ্চলিক নয়।’

জানা গেছে, সোমবার দিনব্যাপী প্রিয়াঙ্কা চোপড়া কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প ‍ঘুরে দেখবেন। দুই দিনের এই সফরে প্রিয়াঙ্কা ইউনিসেফ এর শুভেচ্ছাদূত হিসেবে কিছু কর্মসূচিতে যোগ দেবেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer