Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

‘রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ-ভারতের ফলপ্রসূ আলোচনা হয়েছে’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০০, ১৫ জুলাই ২০১৮

আপডেট: ০০:০৫, ১৬ জুলাই ২০১৮

প্রিন্ট:

‘রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ-ভারতের ফলপ্রসূ আলোচনা হয়েছে’

ছবি : সংগৃহীত

ঢাকা : রোহিঙ্গা ইস্যুসহ বাংলাদেশ-ভারতের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। রোববার বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং একথা বলেন।

দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ষষ্ঠ বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। বৈঠক শুরুর আগে রাজনাথ সিংকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।আজ সাড়ে ১০ টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়।

গত শুক্রবার তিনদিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছান ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এর আগে সবশেষ ২০১৬ সালের জুলাই মাসে নয়াদিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer