Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

রোহিঙ্গা ইস্যু নিয়ে রাজনীতি করছে আওয়ামীলীগ : ফখরুল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৯, ১২ সেপ্টেম্বর ২০১৭

আপডেট: ২২:৪০, ১২ সেপ্টেম্বর ২০১৭

প্রিন্ট:

রোহিঙ্গা ইস্যু নিয়ে রাজনীতি করছে আওয়ামীলীগ : ফখরুল

ঢাকা : প্রধানমন্ত্রীর উখিয়া সফরকে স্বাগত জানালেও রোহিঙ্গা ইস্যুতে এখনও নিন্দা প্রস্তাব না দেয়ায় ক্ষোভ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার দুপুরে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিএনপি নয়, আওয়ামী লীগ রোহিঙ্গা ইস্যু নিয়ে রাজনীতি করছে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের অবস্থা জানতে আজ উখিয়া গেছেন। এতদিনে বিষয়টা ওনার বোধগম্য হয়েছে জেনে আমরা খুশি হয়েছি।’

ফখরুল বলেন, ‘একটা জাতিকে নির্মূল করতে মিয়ানমার সরকার যে নির্যাতন করছে অন্যায়ভাবে। তার জন্য কোনো রকম নিন্দা প্রকাশ করেনি প্রধানমন্ত্রী মিয়ানমার সরকারের বিরুদ্ধে।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer