Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

রোলস রয়েস এর ৪৬০০ কর্মী ছাঁটাই হচ্ছে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:০৫, ১৭ জুন ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

রোলস রয়েস এর ৪৬০০ কর্মী ছাঁটাই হচ্ছে

ঢাকা : বিমানের ইঞ্জিন নির্মাতা ব্রিটিশ কোম্পানি রোলস রয়েস ৪ হাজার ৬০০ কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করছে। আগামী দুই বছরের মধ্যে ওইসব কর্মী ছাঁটাই করা হবে।

কোম্পানিটি বলছে, কর্মীদের ঢেলে সাজানোর এই প্রক্রিয়ায় তাদের প্রায় ৬৫ কোটি ডলার ব্যয় হবে। তবে তা ব্যবসার জন্য ভালো কিছু বয়ে আনবে। এতে কোম্পানির বার্ষিক খরচ কমবে প্রায় ৫৪ কোটি ডলার।

আগামী ২০২০ সালের মাঝামাঝি সময়ে এই ছাঁটাই প্রক্রিয়া সম্পন্ন হবে। যার মধ্যে থাকবে বড় কর্মকর্তা থেকে কর্মচারীও। তবে বেশিরভাগ ছাঁটাই হবে আগামী বছরের মধ্যে।লন্ডনের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির ইঞ্জিন এয়ারবাস এবং বোয়িং বিমানে সাধারণত বেশি ব্যবহৃত হয়।

গত কয়েক বছর রোলসের ইঞ্জিনের তেমন চাহিদা নেই। ফলে ব্যবসা করা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে কোম্পানিটির। তবে এর মধ্যে কিছুটা ব্যতিক্রম গেছে গত বছর। ব্রিটিশ পাউন্ড কিছুটা ঘুরে দাঁড়ানোর ফলে মুনাফার মুখ দেখে রোলস।

২০১৬ সালের ২৩ জুন ইউরোপীয় ইউনিয়ন থেকে বিভক্ত হওয়ার জন্য গণভোটে অংশ নেয় ব্রিটিশরা। যাকে বলা হচ্ছে বেক্সিট। ওই সময় ব্যবসায়ীরা আশঙ্কা করে জানান, লন্ডন ভিত্তিক কোম্পানিগুলো মুখ থুবড়ে পড়বে।

বহুজাতিক ব্যাংক হংকং-সাংহাই ব্যাংকিং করপোরেশন তো তাদের একটি অংশ এরই মধ্যে লন্ডন থেকে সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer