Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

রোববার শেষ হচ্ছে দুই পর্বের বিশ্ব ইজতেমা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩৬, ২১ জানুয়ারি ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

রোববার শেষ হচ্ছে দুই পর্বের বিশ্ব ইজতেমা

ফাইল ছবি

ঢাকা : রোববার শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। জোহর নামাজের আগে যেকোনো সময় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

এ পর্বেও কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা জুবায়ের আহমেদ আখেরি মোনাজাত পরিচালনা করবেন বলে জানান তাবলিগ জামাত আয়োজক কমিটির মুরব্বিরা।

এ পর্বের দ্বিতীয় দিনেও ইজতেমাস্থলে মুসল্লিদের আগমন ঢল অব্যাহত ছিল। তা ছাড়া স্থানীয় বিভিন্ন এলাকার মসজিদের ইমামদের তত্ত্বাবধানে অগণিত মানুষ আল্লাহর সান্নিধ্য লাভের নিমিত্তে ময়দানে সমবেত হয়ে নফল বন্দেগি ও মাওলানাদের বয়ান শুনছে।

মুসল্লিদের উদ্দেশে বয়ান : তুরাগ নদের তীরে ইজতেমা মাঠে লাখ লাখ মুসল্লির উপস্থিতিতে চলছে পবিত্র কোরআন-হাদিসের আলোকে বয়ান। শীতবস্ত্র জড়িয়ে ইজতেমায় অংশগ্রহণ করেছে মুসল্লিরা। ইজতেমার মুরব্বিদের সূত্রে জানা গেছে, দ্বিতীয় দিনে হেদায়েত ও তাশকিলের বয়ান হয়।

বিশ্ব ইজতেমায় মোনাজাত হবে বাংলায় : বিশ্ব ইজতেমায় এ ধাপেও আখেরি মোনাজাত বাংলায় পরিচালনা করার কথা রয়েছে। মোনাজাতের আগে হেদায়াতি বয়ানও হবে বাংলায়। আখেরি মোনাজাত পরিচালনা করবেন কাকরাইল মসজিদের শুরা সদস্য মাওলানা হাফেজ মোহাম্মদ জুবায়ের আহমেদ।

বিশ্ব ইজতেমা আয়োজক কমিটি সূত্রে জানা যায়, আখেরি মোনাজাতের আগে হেদায়াতি বয়ান করবেন বাংলাদেশের মাওলানারা। রোববার শেষ হচ্ছে এ বছরের বিশ্ব ইজতেমা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer