Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

রোববার বাংলাদেশ-ভারত স্ট্যান্ডিং কমিটির বৈঠক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:২০, ২১ আগস্ট ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

রোববার বাংলাদেশ-ভারত স্ট্যান্ডিং কমিটির বৈঠক

ঢাকা: দু`দেশের মধ্যকার বাণিজ্য চুক্তি ও নৌ প্রটোকলে দ্বিপাক্ষিক ট্রানজিট-ট্রান্সশিপমেন্টের পাশাপাশি তৃতীয় দেশে একই সুবিধা দেওয়ার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ-ভারত। 

রোববার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী দু’দেশের স্ট্যান্ডিংক কমিটির বৈঠকে ফি নির্ধারণসহ সব জটিলতা কাটতে যাচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র। বৈঠকে বাংলাদেশের নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং ভারতের নৌ মন্ত্রণালয়ের উপদেষ্টা দু’দেশের নেতৃত্ব দেবেন।

ইতোমধ্যে ভারতীয় প্রতিনিধি দল বাংলাদেশে পৌঁছেছে বলে জানা গেছে। ১৯৭২ সালের স্বাক্ষরিত দু’দেশের মধ্যকার বাণিজ্য চুক্তির আওতায় নৌ প্রটোকলে সই করে বাংলাদেশ-ভারত। এ চুক্তিতে থাকা তৃতীয় দেশে পণ্য পরিবহনের সুযোগকে কাজে লাগিয়ে দু’দেশেই একে অপরের সড়ক ও নদীপথ দিয়ে নেপাল, ভুটান এমনকি চীন ও মিয়ানমারেও পণ্য আনা নেওয়া করতে পারবে।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer