Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

রোববার দ্বিজেন শর্মার মরদেহে শ্রদ্ধা নিবেদন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৫৪, ১৬ সেপ্টেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

রোববার দ্বিজেন শর্মার মরদেহে শ্রদ্ধা নিবেদন

ঢাকা : সদ্য প্রয়াত লেখক ও প্রকৃতিপ্রেমী দ্বিজেন শর্মার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনে তার মরদেহ বাংলা একাডেমি, কেন্দ্রীয় শহীদ মিনার ও নটর ডেম কলেজে রাখা হবে।

বর্তমানে দ্বিজেন শর্মার মরদেহ স্কয়ার হাসপাতালের হিমঘরে রয়েছে। সেখান থেকে রোববার সকাল সাড়ে ১০টায় তার মরদেহ নিয়ে যাওয়া হবে বাংলা একাডেমি প্রাঙ্গণে। সেখান থেকে শ্রদ্ধা নিবেদন শেষে বেলা সাড়ে ১১টায় তার মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় দ্বিজেন শর্মার নাগরিক শ্রদ্ধানুষ্ঠান হবে।

এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হবে তার দীর্ঘদিনের কর্মস্থল নটর ডেম কলেজ প্রাঙ্গণে। সেখানে শ্রদ্ধাজ্ঞাপন শেষে রাজধানীর সবুজবাগের রাজারবাগ বরদেশ্বরী কালি মন্দির সংলগ্ন শশ্মানে তার দাহ সম্পন্ন হবে।

শুক্রবার ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৮৮ বছর বয়সী দ্বিজেন শর্মা। কিডনি ফেইলিওর, ফুসফুস জটিলতার পর মাল্টিপল অর্গান ফেইলিওরের কারণে দ্বিজেন শর্মা মারা যান।

শনিবার বিকালে লন্ডন থেকে শ্রেয়সী দেশে ফিরে আসার পর পারিবারিকভাবে শেষকৃত্যের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer