Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

রোজার শুরুতেই রাজধানীতে মাছ-সবজির চড়া দাম

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:০৪, ২৮ মে ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

রোজার শুরুতেই রাজধানীতে মাছ-সবজির চড়া দাম

ঢাকা : প্রথম রোজায় রাজধানীর কাঁচাবাজারে চড়া সবজি ও মাছের দর। তবে, মাংস বিক্রি হচ্ছে সিটি কর্পোরেশন নির্ধারিত দামে।

রোববার সকালে বাজারে ভিড় কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতা সমাগম বাড়তে থাকে।

বাজারে সবচেয়ে বেশি বেড়েছে ইফতারের প্রয়োজনীয় সবজির দাম। বেগুন ১২০ টাকা, শসা ৬০ টাকা এবং কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৮০ টাকায়।

বিক্রেতারা দাম কম ও সরবরাহ ভাল দাবি করলেও ক্রেতাদের দাবি স্বস্তি নেই মাছের বাজারেও। তাই সব ধরনের মানুষের কথা বিবেচনায় রেখে বাজার মনিটরিংয়ের তাগিদ ক্রেতাদের।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer