Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

রোকেয়া বিশ্ববিদ্যালয় ও উজবেকিস্তান বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা

বেরোবি প্রতিনিধি

প্রকাশিত: ০১:৩৬, ২১ জুলাই ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

রোকেয়া বিশ্ববিদ্যালয় ও উজবেকিস্তান বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা

ছবি: বহুমাত্রিক.কম

রংপুর : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাথে উজবেকিস্তানের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোর সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

বৃহস্পতিবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে অনুষ্ঠিত এক কলৌক্যুইয়ামে মূখ্য আলোচক হিসেবে আলোচনার সময় উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান এই উদ্যোগের কথা জানান।

‘বাংলাদেশ-উজবেকিস্তান সম্পর্ক: অর্থনৈতিক সম্ভাবনার নয়া দিগন্ত’ শীর্ষক কলোক্যুইয়ামে মূখ্য আলোচকের বক্তব্যে রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে

উজবেকিস্তানের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোর সমঝোতার উদ্যোগ খুব দ্রুত নেয়া হবে। এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সে দেশের যে বিশ্ববিদ্যালয়ের সামঞ্জস্যতা আছে সেগুলোর সাথে এই চুক্তি করতে পারলে দুই বিশ্ববিদ্যারয়েরই শিক্ষক-শিক্ষার্থীরা তাদের একাডেমিক বিষয়ের নানা দিক বিনিময় করতে পারবেন।’

বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ মোরশেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কলোক্যুইয়ামের উদ্বোধন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ, বিটিএফও।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও বলেন, আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নিয়ে আর কোনো নেতিবাচক সংবাদ দেখতে চাই না। এখন থেকে আমরা ইতিবাচক সংবাদ হওয়ার মতো কাজ করতে চাই।’

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer