Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

ট্যানারি বর্জ্য দিয়ে মাছ-মুরগির খাদ্য তৈরি নয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৫, ৯ এপ্রিল ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ট্যানারি বর্জ্য দিয়ে মাছ-মুরগির খাদ্য তৈরি নয়

ঢাকা : মাছ ও মুরগির খাবার তৈরিতে ট্যানারি বর্জ্যের ব্যবহার বন্ধে দেয়া হাইকোর্টের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

শিল্প মালিকদের করা আপিল পুনর্বহালের (আপিল ফর রেস্টোরেশন) আবেদন খারিজ করে দেন আদালত। এর ফলে হাইকোর্টের দেয়া আগের রায় বহাল থাকলো।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে ২০১০ সালের ২৬ জুলাই রিটটি দায়ের করেছিলেন এ আইনজীবী।

রিট আবেদনে বলা হয়েছিল, ট্যানারি বর্জ্য দিয়ে তৈরি খাদ্য মুরগি ও মাছের জন্য অস্বাস্থ্যকর। এসব খাদ্য খেয়ে চাষকৃত মাছ ও মুরগি মানুষের জন্য স্বাস্থ্য সমস্যা তৈরি করতে পারে।

 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer