Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

রেলে দুর্নীতি : মৃধাসহ তিন জনের ৪ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৪, ২৭ এপ্রিল ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

রেলে দুর্নীতি : মৃধাসহ তিন জনের ৪ বছরের কারাদণ্ড

চট্টগ্রাম : দুর্নীতির দুই মামলায় রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক জিএম ইউসুফ আলী মৃধাসহ ৩ জনকে ৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে তিন আসামির প্রত্যককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। মামলায় দণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন- রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক সিনিয়র ওয়েলফেয়ার কর্মকর্তা গোলাম কিবরিয়া ও সাবেক অতিরিক্ত প্রধান যন্ত্র প্রকৌশলী হাফিজুর রহমান। 

বৃহস্পতিবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন এই রায় ঘোষণা করেন।

দুদকের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী সাংবাদিকদের জানান, ২০১০ সালের পর রেলে নিয়োগে দুর্নীতির অভিযোগে চট্টগ্রামের কোতোয়ালি থানায় ইউসুফ আলী মৃধাসহ অপর আসামিদের বিরুদ্ধে ১৪টি মামলা হয়।

এরপর ২০১৩ সালের ১৩ আগস্ট ফুয়েল চেকার পদে ও ১৮ আগস্ট সহকারী কেমিস্ট পদে নিয়োগে দুর্নীতির মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক।

২০১৪ সালের ৩ মার্চ মামলা দুটিতে আদালতে আত্মসমর্পণ করে মৃধা। ওই সময় তার জামিন নামঞ্জুর কারাগারে পাঠানো হয়। মামলা দুটিতে ১৮ জন করে সাক্ষীর সাক্ষ্য নেয়ার পর বিচারিক আদালত আজ রায় ঘোষণা করলেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer